অগ্রসর রিপোর্ট: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশের (এপিবিএন) সদস্যরা। গ্রেপ্তারকৃত হাফেজ জুবায়ের (৩২) ক্যাম্পে আরসা কমান্ডার হিসেবে পরিচিত।
বুধবার ভোর ৪টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক-এ/১৪ এলাকা থেকে জুবায়েরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ।
জানা গেছে, হাফেজ জুবায়ের উখিয়ার ওই ক্যাম্পের রোহিঙ্গা ওমর মিয়ার ছেলে। ক্যাম্পে আরসা কমান্ডার হিসেবে তার পরিচিতি রয়েছে। ক্যাম্প এলাকায় অপহরণ, খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
পুলিশ কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হাফেজ জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪টি ওয়ান শুটারগান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট, চার্জার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
প্রসঙ্গত, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী। কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে হত্যা, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এই সংগঠনটির নাম আসে।