কয়েকজন জেলে জানান, তারা মাছ ধরতে যেতে পারছেন না। আর মাছ ধরতে না পারলে সন্তানদের কিভাবে পালবেন বলেও প্রশ্ন তাদের। সাগরে গেলেও অপহরণের শঙ্কা। চলতি মাসেই মিয়ানমার সীমান্ত রক্ষীরা ১২ জেলেকে অপহরন করেছে বলে অভিযোগ আছে। অপহৃতদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বিজিবি। বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বলেন, আমরা উদ্বেগ ব্যক্ত করেছি। আমরা তাদের (অপহৃত ১২ জেলে) ছবি-ঠিকানাসহ তাদের (মিয়ানমার সীমান্ত রক্ষী) দিয়েছি, যাতে এদের ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। আমরা তাদের (অপহৃত ১২ জেলে) বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।