অগ্রসর রিপোর্ট: রাশিয়ার ক্ষেপণাস্ত্র বহনকারী মস্কভা জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি, তাদের নেপচুন ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার যুদ্ধ জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ জানান, রাশিয়ার উদ্ধারকারীরাও ওই জাহাজের কাছে পৌঁছাতে পারছে না। ওই জাহাজটির ভেতরে ৫০০ ক্রু মেম্বার ছিল বলেও দাবি করেছেন তিনি।
টেলিগ্রাম পোস্টে ওডেসা এলাকার মেয়র ম্যাক্সিম মারশেঙ্কো, ‘এটা নিশ্চিত ক্ষেপণাস্ত্রবাহী মস্কভা স্নেক আইল্যান্ডের বর্ডার গার্ড দ্বারা আক্রান্ত হয়েছে।’
রাশিয়াও কৃষ্ণ সাগরে থাকা তাদের পতাকাবাহী নৌবহরের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে। জাহাজে অবস্থানরত ক্রুদেরও নিরাপদে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মস্কো।
তবে ইউক্রেনে হামলার কবলে পড়ার কথা শিকার করেনি রাশিয়া। জানিয়েছে অভ্যন্তরীণ বিস্ফোরণের ফলে ঘটেছে এই দুর্ঘটনা।