৫০০০ রক্তের নমুনা নিয়ে আট বছর ধরে পরীক্ষা চালিয়ে তারা এমন দাবি করেন। বোস্টন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের মতে, ব্যক্তি শরীরে ২৪ ঘণ্টা যে রক্ত চলাচল করছে সেটিই বলে দেবে তার আয়ু। ভবিষ্যতে ক্যানসার, হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বলে দেয়া যাবে রক্ত পরীক্ষা করে।
সময় বিজ্ঞানীরা ২৬ ধরনের রক্তের বিভাগের জন্য আলাদা আলদা বায়োমেকার আবিষ্কার করেন। এই বায়োমেকারের মাধ্যমে রোগী আগে থেকেই তার সম্ভাব্য রোগ থেকে সাবধান হতে পারবে। নিয়ন্ত্রণ আনতে পারবে।