স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বড় জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাকিব আল হাসানের দলকে ৭২ রানে হারিয়েছে মাশরাফিবাহিনী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন দাশ ও ইমরুল কায়েসের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় কুমিল্লা। ১১তম ওভারের শেষ বলে লিটন আউট হওয়ার আগে কুমিল্লার সংগ্রহ ছিল ৭৯ রান। পরে আসহার যাইদির অপরাজিত ১৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে মাশরাফিবাহিনী নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। রংপুরের পক্ষে ৫টি উইকেট নিয়েছেন পেরেরা।
পরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রংপুর রাইডার্স। বড় কোনো জুটি গড়তে না পারায় মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় সাকিবরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন সিমন্স। এ ছাড়া মোহাম্মদ নবী ১২ ও পেরেরা ১১ রান করেছেন। অন্য কোনো ব্যাটসম্যান দুই অংক স্পর্শ করতে না পারায় ১৭ ওভারেই অলআউট হয়ে যায় রংপুর। কুমিল্লার পক্ষে আবু হায়দার ও আসহার যাইদি ৪টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন মাশরাফি ও এন্ড্রু রাসেল। তবে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করা যাইদিই হয়েছেন ম্যাচসেরা।
এ ম্যাচে জয়ী হওয়ায় কুমিল্লা ফাইনালে ওঠে গেল। অন্যদিকে হেরে যাওয়ায় রংপুর রাইডার্সকে এখন অপেক্ষা করতে হবে পরের ম্যাচের জন্য। শনিবারের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের মধ্যে যে জয়ী হবে তাদের বিপক্ষে রবিবার মাঠে নামতে হবে সাকিবদের। সে ম্যাচে জিতলেই কেবল ফাইনালে খেলার সুযোগ পাবে তারা।