স্টাফ রিপোর্টার: যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে জয় পেয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মিরাজবাহিনী নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারেই ১৯৭ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেছেন নাজমুল হোসাইন শান্ত। মোল্ডারের বলে বোল্ড হওয়ার আগে ৮২ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। দুর্দান্ত ব্যাটিং করায় ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। এ ছাড়া পিনাক ঘোষ ৪৩, জয়রাজ শেখ ৪৬ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে মোল্ডার ৩টি উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। সালেহ আহমেদ শাওন, সাইফুদ্দিন ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজের বোলিংয়ে পুরো ম্যাচেই কোণঠাসা ছিল সফরকারীদের ব্যাটিং লাইন। তবে একের পর এক উইকেটের পতন ঘটলেও একপ্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন প্রোটিয়া ওপেনার লিয়াম স্মিথ। তিনি ১৪৬ বল মোকাবিলা করে ১০০ রানে যখন আউট হন তখনই মূলত পরাজয় নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে সফরকারীরা সংগ্রহ করতে পেরেছে ১৯৭ রান। বাংলাদেশের পক্ষে মিরাজ ও সাইফুদ্দিন ৩টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২৪০/৭, ওভার ৫০ (শান্ত ৭৬, জয়রাজ ৪৬, পিনাক ৪৩, মোল্ডার ৩/৪২)
দক্ষিণ আফ্রিকা : ১৯৭/১০, ওভার ৪৮.৪ (স্মিথ ১০০, সাইফুদ্দিন ৩/৩০, মিরাজ ৩/৩৭)।
ম্যান অব দ্য ম্যাচ : নাজমুল হোসাইন শান্ত।