বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘পাকিস্তানের স্বৈরশাসকদেরও লজ্জাবোধ ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে, তাদের লজ্জাবোধ নেই।’
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। বাংলাদেশ ইয়ুথ ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দিতে ‘গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এ সভা আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার যে সুখে আছে তা না। তারা বুঝে গেছে যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে। সরকারের মধ্যেও ভূতের ভয় আছে। ঘুমানোর ওষুধ খেলেও এই ভূতের ভয়ে তাদের ঘুম আসে না।’
বিএনপি এ নেতা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমরা কি পাকিস্তানের চেয়ে ভালো আছি? পাকিস্তানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ১৯৬২ থেকে ১৯৭১ পর্যন্ত লড়াই করেছি। কিন্তু এমন নিষ্ঠুরতা দেখিনি।’
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী পারভেজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন।