ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিওনেল মেসি নাম দু’টি আলোচনায় উঠলেই দুই গোলার্ধে বিভক্ত হয়ে যায় গোটা দুনিয়া৷ কিন্ত দুই ফুটবল মহারথীর মধ্যে সেরা হিসেবে একজনকে বেছে নেওয়া খুবই কঠিন৷ তবে ফ্রেব্রুয়ারির পর থেকে সংবাদমাধ্যম থেকে দূরত্ব বজায় রাখা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রবিবার একটি স্প্যানিশ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে নিজেকেই সেরা বাছলেন৷
অ্যাটলেটিকোর কাছে ০-৪ গোলে হারের পর নিজের জন্মদিনে পার্টি করা নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ও রিয়াল সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন রোনাল্ডো৷ তাঁর পর থেকেই মিডিয়ারকে এড়িয়ে চলতেন তিনি৷ তবে রোববারের সাক্ষৎকারে নিজের চির-প্রতিদ্বন্দ্বীর তুলনায় নিজেকে এগিয়ে রাখলেন ‘দ্য বিস্ট’৷
রিয়ালের সর্বোচ্চ গোলদাতা বলেন,‘শেষ আট বছরে আমি সাফল্যের চূড়ায় ছিলাম৷ আর কোনো খেলোয়াড়ই এই রকম সফলতা পায়নি৷ তবুও কিছু মানুষ মনে করেন মেসি সেরা,কিন্তু আমার কাছে আমিই সেরা৷’ প্রতিপক্ষ দলের সমর্থকদের ব্যঙ্গ করা নিয়ে সিআর সেভেন জানান,‘সেই ১৮-১৯ বছর ধরে আমি বিপক্ষ দলের সমর্থকদের ব্যঙ্গ শুনে আসছি৷ এই ব্যাপারটা খেলারই অঙ্গ এবং আমাকে খেলার সময় মোটিভেটও করে৷’ তিনবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারটি নিজের ফিটনেসের ব্যাপারেও জানান,‘কঠিন পরিশ্রম যে কোনও খেলোয়াড়কেই করতে হয় কিন্তু অনেক সময় শরীরে দেয় না৷ তবে বাড়িতে গিয়ে আমি প্রয়োজনীয় বিশ্রামও নিয়ে নিই৷ কিন্তু আমি ফুটবলকে ভালোবাসি এবং এটাই আমার জীবন’৷