শহীদুল হক বলেন, মিথ্যা মামলা থেকে মানুষকে বাঁচাতে চাই। জনগণের সঙ্গে পুলিশের সরাসরি সেতুবন্ধ তৈরি করতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে।
কমিউনিটি পুলিশিংয়ে সমাজের নিরপেক্ষ ব্যক্তিরা থাকবেন জানিয়ে আইজিপি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের তথ্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ হতে হবে। যেকোনো ছোট অপরাধ বা ছোট ছোট সমস্যার জন্য থানায় মামলা না করে কমিউনিটি পুলিশ সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করে দেবে। পুলিশের সঙ্গে সাধারণ লোকজনের সম্পর্ক থাকলে থানায় দালালের উৎপাত যেমন কমে আসবে, তেমনি মিথ্যা মামলা ও হয়রানি কমে আসবে। ফলে দালালমুক্ত হবে থানাগুলো।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।