দ্বিতীয় বাছাই ইন্দো-ক্রোয়েট জুটির পরাজয়ের পিছনে মূলত ডোডিজের বেশ কয়েকটি সার্ভিস ও গ্রাউন্ড স্ট্রোকের ভুলকেই দায়ী করা হচ্ছে। তার উপর ফাইনালে বেশ কয়েকটি আনফোর্ডস এররও করেছেন ডোডিজ। ২০১৬ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে লিয়েন্ডার পেস ও মার্টিনা হিঙ্গিসের কাছে পরাজিত হবার পরে সানিয়া ও ডোডিজ এই নিয়ে দ্বিতীয়বারের মত রানার্স-আপ হলেন। ২০০৯ সালে মহেশ ভূপাতির সাথে জুটি বেঁধে প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপার মাধ্যমেই গ্র্যান্ড স্ল্যাম জয় করেছিলেন সানিয়া। মার্টিনা হিঙ্গিসকে সাথে নিয়ে সর্বশেষ তিনটি মেজর মহিলা ডাবলসের শিরোপাও জিতেছেন গত বছর।
গতকালকের ম্যাচে কাবাল ও স্পিয়ার্স দু’জনেই ব্যাক কোর্ট ও নেটে অসাধারণ খেলেছেন। আর এর ফলেই দুই সেটেই প্রথম থেকেই ব্রেক পয়েন্ট নিয়ে এগিয়ে গিয়েছিল। অন্যদিকে ডোডিজের সাথে সানিয়াও বেশ কিছু আনফোর্সড এরর করেছেন।