উদ্ধাকারী দল ভয়াবহ এই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের মৃতদেহের সন্ধান চালিয়ে যাচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির রত্ন শিল্পে অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনা বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মায়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের পাকান্ত এলাকার স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষের কর্মকর্তা নিলার মাইন্ত বলেন, ‘আমরা এই ঘটনায় ২১ নভেম্বর ৭৯ জনের ও আজ ১১ মৃতদেহের সন্ধান পেয়েছি। এখন পর্যন্ত মোট ৯০টি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।’
উদ্ধার অভিযান চলছে।
কাচিন রাজ্যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উৎপাদিত হয়। কিন্তু এখানে প্রায়ই ভূমিধস ঘটে।
স্থানীয় এক ব্যক্তি জানান, তিনি শনিবার সন্ধ্যায় ৫০টির বেশি মৃতদেহ উদ্ধার করতে দেখেছেন।
কোন কোন খবরে বলা হয়েছে ১০০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে।
ভূমিধসে বেশ কয়েকজন আহত হয়েছে।
মায়ানমারে রত্ন খনি ধসে অন্তত ৯০ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার: মায়ানমারের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত রত্ন খনিতে এক ভয়াবহ ভূমিধসে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। রোববার কর্মকর্তারা একথা জানান।