অনলাইন ডেস্ক- পূর্ব ইউক্রেনে গত বছর বিধ্বস্ত হওয়া মালয়েশিয়ান যাত্রীবাহী বিমানটি যেখানে পড়েছিল, সেখানে সম্ভাব্য রুশ ক্ষেপণাস্ত্রের টুকরো পাওয়া গেছে, বলছেন নেদারল্যান্ডের বিশেষজ্ঞরা। এমএইচ ১৭ ফ্লাইট নম্বরের বোয়িং ৭৭৭ বিমানটি গত বছরের জুলাইয়ে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার ওপর দিয়ে ওড়ার সময় রহস্যজনকভাবে বিধ্বস্ত হয়। বিমানটির ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন।
ইউক্রেন এবং পশ্চিমা বিশেষজ্ঞরা অভিযোগ করেছিলেন, পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরাই বিমানটিকে ভূপাতিত করেছে। রাশিয়া এবং বিদ্রোহী সূত্রগুলোও বরাবরই এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। তবে এখন ঘটনাস্থলে তদন্ত চালিয়ে ডাচ বিশেষজ্ঞরা এই প্রথমবারের মতো বলছেন, তারা ঘটনাস্থলে এমন কিছু টুকরো পেয়েছেন যা সম্ভবত রাশিয়ায় তৈরি Buk জাতীয় ভূমি-থেকে-আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের টুকরো।
তবে তারা বলছেন, টুকরোগুলো তাদের আগ্রহ সৃষ্টি করলেও এখনো তারা সরাসরি কার্যকারণগত সংযোগ প্রতিষ্ঠা করতে পারেন নি।