অগ্রসর রিপোর্ট : রাজধানীর মধ্যবাড্ডায় আজ সকালে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কিছুসময়ের মধ্যে নিয়ন্ত্রনে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল ১০টা ৪ মিনিটে রাজধানীর মধ্যবাড্ডার প্রাণ সেন্টারের বিপরীতে তিনটি দোকানে অগুন লাগে।
বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি ভাবে নিভানো হয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, আগুনে এলাকায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এসময় স্থানীয় লোকজন ও এলাকাবাসিরা ঘটনাস্থলে এসে ভীড় জমায় এবং দোকানের আগুন নেভানোর চেষ্টা চালায়।
লিমা খানম জানান, আগুনে মুদি দোকানসহ তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্বার করছে।