স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভালো খেলেও মালয়েশিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচ ড্র হওয়ার ফলে পয়েন্ট তালিকায় ৪ পয়েন্ট নিয়ে নেপালের সাথে অবস্থান করছে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে এখনো একটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ফুটবল দল। প্রথমার্ধ্বে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে মালয়েশিয়ার স্টাইকার আজমানের গোলে এগিয়ে যায় অতিথিরা। ৭৬ মিনিটে জাহিদের ক্রস থেকে ১২ নম্বর জার্সিধারী মিঠুন চৌধুরী গোল করে সমতায় ফেরান বাংলাদেশকে। তবে গোল উদযাপনের সময় জার্সি খুলে ফেলায় তাকে পেতে হয়েছে হলুদ কার্ড। তবে এরপর আর কোন গোল না হওয়ায় ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
এর আগে যশোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ।