অগ্রসর রিপোর্ট : ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় গ্যাস নির্গত হওয়ার ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছে। কয়েকশত লোককে নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
বিশাখাপত্তম এর পুলিশ কর্মকর্তা স্বরুপ রনি বলেছেন,“আমরা এ পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি, পরে আরো জানা যাবে, তাছাড়া অন্তত ৭০ জনকে অচেতন অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। ২০০ থেকে ৫০০ স্থানীয় লোককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।”