অগ্রসর রিপোর্ট :ভারতে টিকাদান কার্যক্রম শুরু হবে ১৬ জানুয়ারি। শনিবার (৯ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে এ কথা জানানো হয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক শেষে এ তথ্য দেয়া হয়।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, করোনা টিকাকরণ প্রক্রিয়ার জন্য সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কতটা প্রস্তুত আছে, তা পর্যালোচনার জন্য শনিবার উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে হাজির ছিলেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণসহ কেন্দ্রের উচ্চপদস্থ কর্মকর্তারা। সেখানেই ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ প্রক্রিয়া শুরু করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে আগামী সোমবার (১১ জানুয়ারি) টিকা দেয়া নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের সর্বসাধারণকে ভ্যাকসিন দেয়া নিয়ে ওই দিন বিকেল ৪টায় আলোচনা হবে৷
এদিকে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানিয়ে দেয়া হয়, ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে করোনার টিকাদান কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় প্রথমে স্বাস্থ্যকর্মী ও সামনের সারি থেকে যুদ্ধ করা মানুষজনকে আনা হবে। এই সংখ্যা প্রায় তিন কোটি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
স্বাস্থ্যকর্মীদের পর টিকাকরণের আওতায় আসবেন ৫০ বছরের বেশি বয়সের মানুষজন। ৫০-এর নিচে কোমর্বিডিটিতে যারা আক্রান্ত তাদেরও টিকা দেয়া হবে বলে জানা গেছে।