অগ্রসর রিপোর্ট: ভারত শাসিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে রোববার ভোরে জঙ্গিদের হামলায় ১৭ সৈন্য নিহত হয়েছে। এ সময় ভারতীয় সেনাদের পাল্টা জবাবে ৪ সন্ত্রাসী নিহত হয়।
ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড এক টুইটার বার্তায় জানায়, ‘উত্তরাঞ্চলের প্রধান নগরী শ্রীনগরের ১শ’ কিলোমিটার পশ্চিমে উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসবিরোধী অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে। এ সময় ১৭ সৈন্য শহীদ হয়েছে।’
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, রোববার ভোর ৫টা নাগাদ এক দল জঙ্গি বন্দুক, গ্রেনেড নিয়ে কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলা চালায় ।
সেনা সূত্র জানায়, ১২ ব্রিগেড হেড কোয়ার্টারের কাছে সীমান্ত সংলগ্ন ওই সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা ঘটানোই ছিল জঙ্গিদের উদ্দেশ্য। কিন্তু জওয়ানদের তৎপরতায় সেই ছক ভেস্তে যায়। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। দু’পক্ষের মধ্যে প্রায় ছয় ঘণ্টা গোলাগুলি চলে।
হামলার খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তার রাশিয়া সফর বাতিল করে দেন। যোগাযোগ করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে। গোটা পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠকও ডেকেছেন। রাজনাথ সিং টুইটার বার্তায় বলেন, ‘হামলার ঘটনা নিয়ে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তারা পুরো বিষয়টি আমাকে জানিয়েছেন।’
সেনা সূত্র জানায়, আরও এক জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুরো এলাকায় চিরুনি অভিযান চালানো হচ্ছে। শনিবার কাশ্মীরে বিএসএফের আইজি বিকাশ চন্দ্র জানিয়েছিলেন, গত দু’মাসে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিদের ৩০ জনের একটি দল কাশ্মীরে ঢুকে পড়েছে। তারা বিভিন্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে। তিনি আরও জানান, বুরহান ওয়ানির মৃত্যুর পর যে ভাবে কাশ্মীর অশান্ত হয়ে উঠেছিল, সেই সুযোগকে কাজে লাগিয়েই জঙ্গিরা কাশ্মীরে ঢুকে পড়ে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।