টুইটারে দেয়া এক পোস্টে মেডেলিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, বিমানটি বলিভিয়া থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিধ্বস্ত বিমানটির কোনো আরোহী বেঁচে আছেন কিনা, তা এখনো পরিষ্কার নয়।
ব্রাজিলের শাপেকো শহরের ফুটবল ক্লাব শাপেকোয়েন্স ২০১৪ সালে ফার্স্ট ডিভিশনে খেলার সুযোগ পায়। সেই থেকে তারা ধারাবাহিকতা ধরে রেখেছে। এবারের কোপা সুদামেরিকানায় আর্জেন্টিনার স্যান লরেনজোকে হারিয়ে ফাইনালে ওঠে তারা। ওই ফুটবল দলটি ল্যাতিন অঞ্চলের ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার চূড়ান্ত পর্যায়ে আটলেটিকো ন্যাশনালের বিরুদ্ধে বুধবার মেডেলিনে খেলার কথা ছিল। দুর্ঘটনার পর ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়েছে।
মেডিলিনের মেয়র ফেডেরিকো গুটিয়েরেজ একে ‘বড় মাত্রার ট্রাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি জানিয়েছেন, কয়েকজন আরোহী বেঁচে আছেন।
মেডিলিনের বিমানবন্দর হোস মারিয়া করডোভা ডি রিওনেগ্রোর কর্তৃপক্ষ তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, এটি নিশ্চিত, সিপি-২৯৩৩ লাইসেন্সধারী বিমানটি শাপেকোয়েন্স দলের সদস্যদের বহন করছিল। ধারণা করা হচ্ছে, আরোহীদের কেউ কেউ বেঁচে আছেন।