পুলিশ কর্মকর্তা জোসে একিভেডোর উদ্ধৃতি দিয়ে কলম্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই ঘটনায় ৫ জন প্রাণে বেঁচেছেন। বাকি ৭৬ জনই মারা গেছেন। যে ৫ জন জীবিত রয়েছেন, তাদের মধ্যে টিম শাপোকোয়েনসের ডিফেন্ডার আলান রাসেল এবং ২ গোলকিপার ডানিলো পাদিলহা এবং জ্যাকসন ফলম্যান রয়েছেন। অন্য দু’জনের সাথে তারাও হাসপাতালে চিকিৎসাধীন।
বিশ্বব্যাপী ফুটবলারদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ব্রাজিল এ ঘটনায় ৩ দিনের শোক ঘোষণা করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমার বলেন, এ ঘটনায় আমি নিহত খেলোয়াড়দের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। নিহত খেলোয়াড় এবং সাংবাদিকদের পরিবারের জন্য সবকিছুই করবে ব্রাজিল সরকার। সাউথ আমেরিকান ক্লাব কাপ খেলার উদ্দেশ্যে কলম্বিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল ব্রাজিল ফুটবল দল। কলম্বিয়ার মেডেলিনের দল এথলেটিকো ন্যাশনালের বিপক্ষে ফাইনাল খেলার কথা ছিল ব্রাজিলের শাপোকোয়েনসের ফুটবল দলের। বিমান দুর্ঘটনার কারণে ওই ম্যাচটি স্থগিত করা হয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।