বিমান পরিবহণের বাজার ধরতে এবার বিমান তৈরি করে ফেলল চীন। বোয়িং-এয়ারবাসকে টক্কর দিতে সম্পূর্ণ দেশিয় সংস্থার তৈরি চীনের প্রথম যাত্রীবাহী বিমান প্রকাশ্যে আনা হলো সাংহাইতে। প্রায় ৪,০০০ সরকারি কর্মীর উপস্থিতিতে পর্দা উঠল সি-৯১৯-এর।
সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চিনের তৈরি প্রথম বিমান প্রকাশ্যে আনল চীনা সংস্থা কমার্শিয়াল এয়ারক্র্যাফ্ট কর্পোরেশন। সোমবার এই অনুষ্ঠানে প্রায় ৪,০০০ সরকারি কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিরা। একটি ট্রাক টেনে নিয়ে আসে দুটি ইঞ্জিনবিশিষ্ট ১৫৮ আসনের বিমান সি-৯১৯কে। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের কাছে ৫১৭টি বিমান তৈরির বরাত দিয়েছেন ২১ জন গ্রাহক।
চীনা বিমান পরিবহণের বাজার দ্রুত হারে চড়লেও, এতদিন সম্পূর্ণ ভরসা করে থাকতে হতো প্লেন প্রস্ততকারক সংস্থা বোয়িং ও এয়ারবাসের দিকে।।এই অবস্থায় যে অর্থ বিদেশি সরবরাহকারীরা নিয়ে চলে যাচ্ছিল, তা দেশেই বাঁচিয়ে রাখতে বিমান তৈরির এই সহস্র কোটির প্রকল্প হাতে নিয়েছিলেন সরকার।