অগ্রসর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে আনজিলা বেগম হত্যার ঘটনায় তার ভাইসহ পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। বুধবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান আদেশ দেন।
আসামিরা হলেন-আনজিলার ছোট ভাই আব্দুল মজিদ (২৮), মমিনুল হক (৩১), আরিফুল ইসলাম (২৮), এমদাদুল হক (৩২) ও আনোয়ারুল হক (৩০)।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের শুরুর দিকে আব্দুল মজিদের আপন ভাতিজি নাসিমা বেগমের স্বামী গোলাপ মিয়া খুন হন। ঐ হত্যা মামলার আসামি হলেন মমিনুল হক, আরিফুল ইসলাম, এমদাদুল হক ও আনোয়ারুল হক। এই মামলার বাদী ছিলেন নিহত গোলাপ মিয়ার বাবা বাচ্চা মিয়া।
ঐ মামলার বাদীপক্ষকে ফাঁসানোর জন্য আব্দুল মজিদের বোন আনজিলাকে হত্যার ষড়যন্ত্র করে চার আসামি। এজন্য আসামিরা মজিদকে দুই লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়। মজিদও এতে রাজি হয়।
২০০৬ সালের ৯ মার্চ রাতে আনজিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাঁচ মিলে গলা কেটে হত্যা করে।
ঐ ঘটনায় আনজিলার বড়ভাই আব্দুল বাকি ১০ মার্চ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সকালে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।