জান্নাতুন নাঈম মায়িশা
এখনো এই বারান্দায় বসন্ত,
রোদের হাওয়ায় তোমার চুলের গন্ধ পাই,
পাতার তিরতির কাপুনির মতো তোমার চুম্বনেরা লেপে আছে আমার সমস্ত অনুভূতিতে,
তোমার আদরের আধোয়া গা এখনো ভিজে আছে স্নানের ঝরণায়,
তোমার ঘাম শুকিয়ে যাওয়া সাদামাটা শার্ট আধভাঙ্গা আলমারির আমার শাড়ির তলায় লুকোনো…
কি যত্ন করে রেখেছি আমি তাকে,
যেমন যত্ন করে লুকিয়ে থাকে অষ্টাদশীর প্রথম প্রেম পত্র,
লুকিয়ে থাকে অভিমানী আবদারগুলো আমার বুকের মাঝে,
খুব গহীনে,
তোমাকে চায় যেমন করে,
যেমন করে গানের ডায়েরি পুরোনো হয়,
যেমন করে রৌদ্র আকাশ বৃষ্টিময়
তেমন করে হলদে পাতা সবুজ হয়!
ভোরের আদর ক্লান্তিময়,
ঠিক তেমন করে হারছি আমি,
তোমায় হারাই, দূরে পালাই,তোমায় নিয়ে দিগম্বর!
আমার খোপার বেলী শুকোয়, গন্ধ হারায় তোমার খোঁজে,
খেয়াল রাগের সুর সাজে না,
এই নিবেদন ভীষণ একা,
একলা রাতের গহীন ব্যাথা,
খুব আদুরে, নিকট ভীষণ,
এই যাতনার আমি বিভীষণ!
তোমার মনে হচ্ছে খেয়ালী মন?
এই যে দেখো, আমার বুকের খাজে এই ব্যাথার হলুদ কেমন!