স্টাফ রিপোর্টার: ওয়াশিংটন ভিত্তিক একটি মর্যাদাপূর্ণ ম্যাগাজিনে বিশ্বের সেরা ১০০ জন চিন্তাবিদদের অন্যতম হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে আসায় ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
বিশ্বের সেরা চিন্তাবিদদের তালিকায় ‘ডিসিশন মেকার্স’ হিসেবে তালিকায় স্থান পাওয়া ১৩ জনের মধ্যে শেখ হাসিনা অন্যতম।
জলবায়ু পরিবর্তন ইস্যুতে তাঁর অসামান্য অবদানের জন্য ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনে বিশ্বের চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন শেখ হাসিনা।
ম্যাগাজিনের তালিকায় চলতি বছর ডিসিশন মেকার্স ক্যাটাগরিতে বিশ্বের সেরা চিন্তাবিদদের মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মরিশাসের প্রেসিডেন্ট আমিনা গারিবসহ অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।
ডিসিসিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিসিসিআই মনে করে জলবায়ু পরিবর্তন ইস্যুর সমাধানে এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।
এই ম্যাগাজিন বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও চিন্তাধারা বিষয়ে রিপোর্ট প্রকাশ করে। পত্রিকায় বিশ্বের চিন্তাবিদের ১০০ জনের তালিকায় শেখ হাসিনার নাম উঠে এসেছে।
প্রতি বছর ম্যাগাজিন বার্ষিক সংখ্যায় বিশ্বের ১০০ জন চিন্তাবিদের তালিকা প্রকাশ করে আসছে।
২০০৯ সাল থেকে এই তালিকা প্রকাশ করা হচ্ছে। ফরেন পলিসি ব্যাপকভাবে পঠিত একটি ম্যাগাজিন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।