এর আগে টস হেরে ব্যাটিং নামা স্কটিশ মেয়েরা টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে। ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ৩৭ রানের মাথায় দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারালে আবার চাপে পড়ে দলটি। সেখান থেকে ৫০ রানের জুটি গড়ে ভালো সংগ্রহের পথে রাখেন স্কোলস ও ক্যারি এন্ডারসন। ৮৭ রানে র্যাচেল স্কোলস সাজঘরে ফেরার পরই ভেঙে পড়ে স্কটিশদের ব্যাটিং। টাইগ্রেস স্পিনাররা দ্রুত উইকেট তুলে নিলে ১৪০ রানে গুটিয়ে যায় তারা।
খাদিজাতুলে কুবরা ও সালমা খাতুন তিনটি করে উইকেট নেন। রুমানা আহমেদ নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন জাহানারা আলম ও পান্না ঘোষ।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। কলম্বোর পি সারা ওভালে শনিবার অনুষ্ঠিত হবে ম্যাচটি। গেল জানুয়ারিতে বাংলাদেশে এসে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে প্রোটিয়া মেয়েরা। ৪-১ এ সিরিজ জেতে সফরকারীরা।
তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট ৪। ‘বি’ গ্রুপে থাকা দুর্বলশক্তির দল পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড দুটি করে ম্যাচ হারায় সুপার সিক্স অনেকটাই নিশ্চিত বাংলাদেশের। গ্রুপের অপর দুই দল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা জিতেছে প্রথম দুই ম্যাচেই। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্সে।