স্টাফ রিপোর্টার: এশিয়ার উদীয়মান ক্রিকেটশক্তি আফগানদের কাছে দুবাইয়ে ওয়ানডে ও টোয়েন্টি২০ সিরিজ হেরেছে এলটন চিগুম্বুরার জিম্বাবুয়ে। ওই সিরিজ হারের ক্ষত এখনো। বেজায় কষ্ট নিয়েই জিম্বাবুইয়ানদের মন-ধ্যান দিতে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে টোয়েন্টি২০ সিরিজের দিকে।বাংলাদেশের বিপক্ষে ৪ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজকে জিম্বাবুয়ে দেখছে বিশ্বকাপের প্রস্তুতি মিশন হিসেবেই। আগামী মার্চে ভারতে বসছে টোয়েন্টি২০ বিশ্বকাপ আসর। বিশ্বকাপের আগে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে দলের সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার চেষ্টাই করবে সফরকারীরা। বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে দলটির কোচ ডেভ হোয়াটমোর এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের।
আফগানদের কাছে হারার পর এ সিরিজে জিম্বাবুয়ের সম্ভাবনা নিয়ে হোয়াটমোর বলেছেন, ‘আমরা এখানে এসেছি জেতার জন্য। টোয়েন্টি২০ বিশ্বকাপের আগে আমাদের আরও ১০টি ম্যাচ আছে। এর মধ্যে সেরা কম্বিনেশন খুঁজে বের করতে হবে।’ বাংলাদেশ খুব ভালো দল হলেও টোয়েন্টি২০ আরও উন্নতি করতে হবে জানালেন সাবেক এই বাংলাদেশি কোচের।
তার দৃষ্টিতে আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলেও অনেক ম্যাচ হেরে গেছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কান বংশোদ্ভূত এ অস্ট্রেলিয়া কোচ বলেছেন, ‘ওয়ানডে সিরিজটা হয়তো আমরা জিততে পারতাম। আমরা ওদেরকে প্রথম ম্যাচে ১৩০ রানে আটকে ফেলেছিলাম। কিন্তু তাও পরে ছুঁতে পারিনি। পরের ম্যাচে ২৫০ রান করেও ওদের একজনের কাছে হেরে গেছি। ২-০ ব্যবধানে সিরজে এগিয়ে যেতে পারতাম আমরা। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ হয়েছে।’
লম্বা সময় ধরে জিম্বাবুয়ের পেস আক্রমণের বড় নির্ভরতা তিনাশে পানিয়াঙ্গারা। অথচ দুবাইয়ে তাকে বসিয়ে রেখেই খেলেছিল চিগুম্বুরা বাহিনী। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজেও নেই ডানহাতি এ অভিজ্ঞ পেসার। হোয়াটমোর, ‘পানিয়াঙ্গারাকে ছাড়া আমাদের বোলিং কিছুটা দুর্বল। আমরা এখনো একটা স্থির দল বানাতে পারিনি। এদিকে একটু মনোযোগ দিতে হবে। ৪ ম্যাচের এই সিরিজ থেকে আমরা ইতিবাচক অনেক কিছু পেতে চাই।’
প্রায় বছর খানেক পর দলে আসা ব্যাটসম্যান ভুসিমুজি সিবান্দা, বাঁহাতি পেসার ব্রায়ান ভিটরির জন্য বাংলাদেশ সফরকে বড় সুযোগ বলেই মানছেন জিম্বাবুয়ে কোচ। আর ব্যাটসম্যান শন উইলিয়ামস সব সময়ই হোয়াটমোরের সেরা দলের পরিকল্পনায় রয়েছেন। বাড়তি কিছু আশা করছেন তার কাছেও।
