স্টাফ রিপোর্টার: শেষ হয়ে গেল ঢাকা ডায়নামাইটসের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যাত্রা। এলিমিনেটর পর্বে শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বুলসের কাছে ১৮ রানে হেরেছে কুমার সাঙ্গাকারার দল। তাই গত দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স চ্যাম্পিয়ন হলেও এবার ঢাকার দলটিকে বিদায় নিতে হল শেষ চার থেকেই।
তবে এই জয়েই ফাইনাল নিশ্চিত হচ্ছে না বরিশালের। প্রথম কোয়ালিফায়ার্সে হেরে যাওয়া রংপুর রাইডার্সের বিপক্ষে রবিবার খেলতে হবে তাদের। যেটি মিরপুরেই সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। সেই ম্যাচে যে দল জিতবে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে ফাইনালে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর।
এলিমিনেটর ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। শুরুতে ব্যাট করে বরিশাল ৫ উইকেটে ১৩৫ রান করে। সাব্বির সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ ৩৭ ও ক্রিস গেইল ৩১ রান করেন। ঢাকার বোলারদের মধ্যে মুস্তাফিজ দুটি এবং নাসির হোসেন, মোশারফ হোসেন ও নাবিল সামাদ একটি করে উইকেট নিয়েছেন।
জবাব দিতে নেমে ঢাকার ইনিংসে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকে। দায়িত্ব নিয়ে কেউ ব্যাটিং করে দলকে লক্ষ্যে পৌঁছাতে পারেননি। মোসাদ্দেক সর্বোচ্চ ২৬ এবং ফরহাদ রেজা ২০ রান করেন। ঢাকার ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১১৭ রান তোলে। বরিশালের বোলারদের মধ্যে আল-আমিন ও কেভন কুপার তিনটি করে উইকেট নেন। এছাড়া তাইজুল নিয়েছেন দুটি উইকেট।