অগ্রসর রিপোর্ট : পাকিস্তান সীমান্তের পাশাপাশি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ভারত-বাংলাদেশ সীমান্তেও নজরদারি বাড়াতে বলল বিএসএফ। নির্দেশ পাওয়া মাত্র ইন্দো-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। উরি হামলার পরবর্তী ভারতের সার্জিকাল স্ট্রাইক নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাই জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের জলসীমায় চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারত-পাকিস্তান আন্তজার্তিক সীমান্তও একেবারে সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। যা কিনা ২৩০০ কিমি পর্যন্ত বিস্তির্ত থাকবে। এজন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং চূড়ান্ত গোপনে বৈঠক সারেন জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্তান এবং গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। অন্যদিকে, মঙ্গলবার বিএসএফের ডিজি কে কে শর্মা বলেন, পশ্চিম সীমান্তে কোনও প্রকার আক্রমণ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইসঙ্গে বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে। তবে বাংলাদেশ সীমান্ত দিয়ে নতুন করে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা নেই।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।