অগ্রসর রিপোর্ট : ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় বাংলাদেশ সফরে আসেনি অজিরা। বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলার কথা ছিল তাদের।
আজ বুধবার অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, চলতি বছর বাংলাদেশ সফর করতে আগ্রহী অস্ট্রেলিয়া। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমান সময়ের মতো স্থিতিশীল থাকলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সরাসরি সফরের কথাটি না বললেও বলেছেন, আমার মনে হয় সফরের সম্ভাবনা বেশি। আমরা দেখেছি যে গত বছর ইংল্যান্ড সফর করেছে।
ইংল্যান্ডের বাংলাদেশ সফরে তাদের প্রতি যে কড়া নিরাপত্তা বলয় ছিল সেটি চোখ এড়ায়নি সাদারল্যান্ডের, আমরা দেখেছি তাদের জন্য কী পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ছিল।
বাতিল হওয়া সফরটি নিয়ে আগেও বেশ কয়েকবার সম্ভাবনার কথা বলেছিল অস্ট্রেলিয়া। যদিও সেভাবে সময় নির্ধারণ ও সম্ভাবনার মাত্রা ছিল নিচু স্বরে। কিন্তু এবার সাদারল্যান্ড বেশ জোর দিয়েই সম্ভাব্য সময় বেঁধে দিয়েছেন সফরের, সফরের সব কিছু এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু আশা করছি আগস্ট অথবা সেপ্টেম্বরে সফরটি হবে।
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময়ই বাংলাদেশে ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান। এ বিষয়টি নিয়ে সাদারল্যান্ড বলেছেন, আমরা ওই সময় আমাদের নিরাপত্তা প্রধানকে পাঠিয়েছিলাম। শুধুমাত্র দেখার জন্য যে ওদের নিরাপত্তা ব্যবস্থাগুলো কিভাবে কাজ করছে।
সফরের সম্ভাবনা নিয়ে সাদারল্যান্ড আরো বলেছেন, যে কোনো সময়ই যে কোনো কিছুই হতে পারে। তবে আমরা সবকিছু এখনো পর্যবেক্ষণ করছি। এগুলো মাথায় নিয়েই আমরা খেলতে ও পরিকল্পনা করতে যাচ্ছি।
নিরাপত্তা ইস্যুতে সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়ার এই কর্মকর্তা আরো বলেছেন, আমাদের কাছে নিরাপত্তাই প্রধান। বিশেষ করে আমাদের ক্রিকেটার ও অফিসিয়ালদের নিরাপত্তা। সবাই এভাবেই চিন্তা করে। তাই আমরা নির্ধারিত বাংলাদেশ সফরটি বাতিল করেছিলাম।
নিরাপত্তা ইস্যুতে ২০১৫ সালের অক্টোবরে নির্ধারিত সফরটি বাতিল করেছিল অস্ট্রেলিয়া।