অগ্রসর রিপোর্ট : দীর্ঘ বিরতির পর বাংলাদেশ থেকে জনবল নিয়োগ শুরু করেছে ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভা। প্রথম দফায় ২৮ জন কর্মীর ভিসা চূড়ান্ত করেছে দেশটি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন সমঝোতার পর বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মলদোভা। ইতোমধ্যে প্রাথমিকভাবে ২৮ কর্মীর ভিসা চূড়ান্ত হয়েছে। অপেক্ষায় রয়েছে আরো ৪০ জন, যারা কাজ করবেন এলুমিনিয়াম জানালা তৈরির কারখানায়।
গত এক যুগ ধরে জনশক্তি নিয়োগ বন্ধ ছিল মলদোভায়।