স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু গোল্ডকাপে বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অলিম্পিক দলকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ। সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
খেলার শুরু থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করেছে। ১০ মিনিটের সময় পরপর দুটি জোরাল আক্রমণ করেও বাংলাদেশ গোলের দেখা পায়নি। কিন্তু স্বাগতিকদের হতাশ করে ১৫ মিনিটে ডি-বক্সের ভিতর থেকে নাসিদ আহমেদের ক্রস থেকে জোরাল শটে গোল করে মালদ্বীপকে ১-০ গোলে এগিয়ে দেন ইশা ইসমাইল। আর ২৩ মিনিটে ইশার কাটব্যাক থেকে চোখজুড়ানো শটে মালদ্বীপকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ইমাজ আহমেদ।
এদিকে এ ম্যাচে হেরে যাওয়ায় বাংলাদেশের যুবাদের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ অনেক কঠিন হয়ে পড়েছে। নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ২ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আগামী ১৬ জানুয়ারি তারা মুখোমুখি হবে কম্বোডিয়ার। কম্বোডিয়া ২ ম্যাচ খেলে কোন পয়েন্ট অর্জন করতে পারেনি।
সেমিফাইনাল নিশ্চিত করা মালদ্বীপের পয়েন্ট ৬, আর দ্বিতীয় স্থানে থাকা বাহরাইনের পয়েন্ট ৪। বাংলাদেশকে এখন সেমিফাইনালে যেতে হলে কম্বোডিয়ার বিপক্ষে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে, পাশাপাশি বাহরাইনকেও হারতে হবে মালদ্বীপের কাছে।
শনিবার প্রথম ম্যাচে বাহরাইন ও মালদ্বীপ পরস্পরের মুখোমুখি হবে। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ অলিম্পিক দল। সেদিন উপরের দুই সমীকরণ মিললেই সেমিতে যাবে বাংলাদেশের যুবারা।