সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, পলাতক আসামি বশরকে শনিবার বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করেন তারা। এরপর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে ছনখোলা এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। সেখানে বশরের সহযোগীরা সড়কে বেরিকেড দিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক সময় সন্ত্রাসীরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে ঘটনাস্থলেই বশর মারা যায়। এ ঘটনায় কয়েক পুলিশ সদস্যও আহত হয়েছেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বশর গত বছর জামায়াতের বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত ছিলেন। ৭টি হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা রয়েছে তার বিরুদ্ধে বলেও জানান ওসি।