এবারে অংশ নিচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, বাহরাইন, কম্বোডিয়া, মালয়েশিয়া ও মালদ্বীপ। মালয়েশিয়া গত আসরের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে প্রতিযোগিতার শিরোপা জিতেছিল।
বাংলাদেশ জাতীয় দল ছাড়াও এবারের আসরে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। যুব দলকে রাখার অন্যতম কারণ হিসেবে আগামী ফেব্রুয়ারিতে ভারতে এসএ গেমসে ওই দলটি খেলবে।
বঙ্গবন্ধু গোল্ড কাপের গত আসরে শ্রীলঙ্কা ছাড়া বাকি ৫টি দেশ অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছিল। এবার অধিকাংশ দেশ জাতীয় দল পাঠাবে বলে জানিয়েছেন সালাম মুর্শেদী। তবে, মালয়েশিয়া, বাহরাইনের জাতীয় দল পাঠানোর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সিলেট ও ঢাকা-এই দুই ভেন্যুতে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের।