অগ্রসর প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনা ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
ঢাকাবাসীকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে আগামী ৬ মাসের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনগুলোতে প্রয়োজনীয় ডিভাইস স্থাপন করা হবে বলে তিনি বাসসকে জানান।
মেয়র বলেন, ‘পর্যায়ক্রমে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ফ্রি ওয়াইফাই চালু করবো। দ্রুততম সময়ের মধ্যেই সেবাটি চালু হবে। আশা করি ৬ মাসের মধ্যেই তা সম্পন্ন করতে পারবো।’
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতোমধ্যে নগরীর ৫০টি গুরুত্বপূর্ণ স্থানকে ফ্রি ওয়াইফাই জোন ঘোষণা করেছে। এসব গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই ব্যবহার করতে নগরবাসীর কোন পাসওয়ার্ডের প্রয়োজন হবে না বলেও মেয়র জানান।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ডিএসসিসির যৌথ উদ্যোগে নগরবাসীর জন্য এই ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু করা হচ্ছে।
নগরীর যেসব স্থান ফ্রি ওয়াইফাই করা হচ্ছে সেগুলো হলো- বঙ্গবন্ধু জাদুঘর, বঙ্গবন্ধু এভিনিউ, রাসেল স্কয়ার, কেন্দ্রীয় শহীদ মিনার, অপরাজেয় বাংলা, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, কার্জন হল, কমলাপুর রেলওয়ে স্টেশন, বাহাদুরশাহ পার্ক, ওসমানী উদ্যান, রমনা পার্ক, বলদা গার্ডেন, ঢাকা শিশু পার্ক, ধানমন্ডি লেক, মহানগর নাট্যমঞ্চ, নগর ভবন, ডিএসসিসি জোন-২, জোন-৩, জোন-৫, সায়দাবাদ বাস টার্মিনাল, ফুলবাড়িয়া বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল, নাজিরাবাজার মাতৃসদন, নিউমার্কেট, মেয়র মোহাম্মদ হানিফ কমিউনিটি সেন্টার, সেগুনবাগিচা কমিউনিটি সেন্টার, ধানমন্ডি ভূতের গলি কমিউনিটি সেন্টার, বাসাবো কমিউনিটি সেন্টার, কাজী বশির মিলনায়তন, পল্টন কমিউনিটি সেন্টার, নবাবগঞ্জ সাত শহীদ কমিউনিটি সেন্টার, হাজী গোলাম মোর্শেদ কমিউনিটি সেন্টার, হাজী খলিল সরদার কমিউনিটি সেন্টার, আজিমপুর মিনি কমিউনিটি সেন্টার, হাজী জুম্মন কমিউনিটি সেন্টার, ফজলুল করিম কমিউনিটি সেন্টার, নর্থ ব্লক হল লাইব্রেরি, মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার, মাজেদ সরদার কমিউনিটি সেন্টার, সূত্রাপুর কমিউনিটি সেন্টার, ধলপুর কমিউনিটি সেন্টার, ফকিরচাঁদ কমিউনিটি সেন্টার, সারাফাতগঞ্জ কমিউনিটি সেন্টার, যাত্রাবাড়ী কমিউনিটি সেন্টার এবং জহির রায়হান সংস্কৃতি কেন্দ্র।
এই কর্মসূচির অংশ হিসেবে সিটি কর্পোরেশনের মেয়র বৃহস্পতিবার পুরান ঢাকার লালবাগ কেল্লায় ফ্রি ওয়াইফাই কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।