বাংলাদেশ বিমানের এ বিশেষ ফ্লাইটটি আশখাবাদে জরুরি অবতরণ করে বাংলাদেশ সময় রবিবার বেলা আড়াইটায়। এরপর ক্রটি সারিয়ে ৪ ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে উড়োজাহাজটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে উড্ডয়ন করে। প্রধানমন্ত্রীর সাথে আশখাবাদে তুর্কমেনিস্তানের ২ মন্ত্রীর সাক্ষাতের বিষয়টি তার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ফেসবুকে দেয়া পোস্টে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটিতে ত্রুটির সংকেত পাওয়ায় পাইলট বিমানটিকে তুর্কিমিনিস্তানের রাজধানী আসকাবাদে নিরাপদে অবতরণ করান। সেখানে প্রায় ৪ ঘণ্টা অবস্থান করার পর বাংলাদেশ সময় ৬:৪৪ মিনিটে বিমানটি আবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্যেশ্যে রওনা করেছে। সেখানে অবস্থান করার সময় সেদেশের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ আরও অনেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন এবং তার সার্বিক খোঁজখবর নেন।
প্রসঙ্গত হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে ‘বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬’-এ যোগ দিতে ৪ দিনের সফরে রোববার সকাল ৯টায় বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গী হিসেবে এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ছাড়াও রয়েছে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল রয়েছেন।