স্টাফ রিপোর্টার: জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টোয়েন্টি২০ ম্যাচে বাংলাদেশ ৩১ রানে হেরেছে। তবে বাংলাদেশ হেরে গেলেও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছুয়েছেন সাকিব আল হাসান।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বুধবার ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন। আর এর মাধ্যমেই তিনি ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। টেস্ট, টোয়েন্টি২০ ও ওয়ানডেতে এখন সাকিবের আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৪০২টি।
এর মধ্যে ৪২ টেস্টে তিনি উইকেট নিয়েছেন ১৪৭টি, ১৫৭ ওয়ানডেতে নিয়েছেন ২০৬টি ও ৪১ টোয়েন্টি২০ ম্যাচে নিয়েছেন ৪৯টি উইকেট।
৪০০ উইকেট ছাড়াও এ তিন ভার্সনে সাকিবের রান সংখ্যা ৮ হাজারের বেশি। টেস্টে তার রান ২৮২৩, ওয়ানডেতে ৪৩৯৮, টোয়েন্টি২০ ক্রিকেটে ৮৯৩ রান সংগ্রহ করেছেন তিনি।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে মাশরাফি তিন ধরনের ক্রিকেটে ৩১১টি, আব্দুর রাজ্জাক ২৭৪টি ও মোহাম্মদ রফিক ২২৬টি উইকেট নিয়েছেন।