সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জেলা শহরের পুবালী ব্যাংক থেকে এক প্রতারক চক্রের সদস্যরা পৌনে ৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ ঘটনায় প্রতারণার শিকার ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় কর্মরত ক্যাশিয়ার সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করলে পুলিশ বৃহস্পতিবার তদন্তে নামে।
জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের শফিক ট্রেডার্সের ইমন নামের এক কর্মচারী ১৮ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের পুবালী ব্যাংকের শাখায় এসে ৪ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকের ক্যাশিয়ারের নিকট ভাউচার সহ টাকার বান্ডিল তুলে দেন।
ক্যাশিয়ার টাকা গুনতে ব্যাংকের গার্ড নগেন্দ্র বর্মণকে দায়িত্ব দিয়ে শারিরীক ভাবে অস্থস্থি বোধ করায় কিছু সময় বিশ্রামের জন্য ব্যাংকের অন্য একটি কামরায় চলে যান।’
বিশ্রাম শেষে ফের ক্যাশে আসলে শফিক ট্রেডার্সের কর্মচারী পরিচয়ে পূর্বে দেয়া ভাউচারে ভুল হয়েছে বলে ভাউচার ও টাকা ফেরত চায়। টাকার বান্ডিল ও ভাউচার ফেরত দিয়ে ক্যাশিয়ার কাজে মনোনিবেশ করার এক ফাঁকে টাকার বান্ডিল নিয়ে চম্পট দেয় প্রতারক। এরপর শফিক টেডার্সের ইমন নামের প্রথম জমাদানকারী কর্মচারী টাকা জমার ভাউচার চাইলে ক্যাশিয়ার জানান কিছুক্ষণ আগেই তো শফিক ট্রেডার্সের কর্মচারী ভাউচার ভুল হয়ে জানিয়ে সঠিক করে দেয়ার কথা বলে টাকা ও ভাউচার নিয়ে গেছেন।
এ নিয়েও আইনশৃংখলা বাহিনী ও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে শফিক ট্রেডার্সের কর্মচারী ইমন, ব্যাংকের ক্যাশিয়ার, গার্ড নগেন্দ্র ছাড়া ওই প্রতারক চক্রটি কার মাধ্যমে পুর্বেই জেনে গিয়েছিলো ৪ লাখ ৮০ হাজার টাকা জমা দেয়ার আগাম তথ্য ?
সুনামগঞ্জ পুবালী ব্যাংক শাখায় কর্মরত ক্যাশিয়ার কাম ক্লার্ক আয়শা আক্তার মৌরী শুক্রবার বলেন, ব্যাংকের ফুটেজ এবং তদন্তে প্রকৃত অবস্থা উদ্ঘাটিত হবে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ শুক্রবার পুবালী ব্যাংকের টাকা প্রতারক চক্র কতৃক নিয়ে যাবার প্রসঙ্গে বললেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পুর্ব পরিকল্পিত ভাবে প্রতারককারী চক্র ওই টাকা কৌশলে সড়িয়ে নিয়েছে ব্যাংক থেকে, অবশ্য হঠাৎ ক্যাশিয়ারের অস্থস্থিবোধ করার কারনকে কাজে লাগিয়ে ভাউচার সহ টাকার বান্ডিল ফেরত চাওয়া এরপর আবার প্রথম জমাদানকারী এসে পুন:রায় জমার ভাউচার চাওয়া কিংবা জমাদান প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শফিক ট্রেডার্সের কর্মচারী কেনই বা ব্যাংকের বাইরে গিয়েছিলো এসব বিষয় পুলিশ খতিয়ে দেখছেন। আশা করছি খুব শীঘ্রই এ রহস্যে ঘেরা প্রতারণার ঘটনা উদঘাটিত হবে।’