অগ্রসর রিপোর্ট : স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে রেফারীকে ধাক্কা দেবার অপরাধে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
ম্যাচটিতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হয়েছিলেন রোনাল্ডো। তখনই ক্ষুব্ধ হয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এর ফলে এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হতেন এই পর্তুগীজ তারকা। কিন্তু এর সাথে তাকে আরো চার ম্যাচ নিষেধাজ্ঞার খড়গে পড়তে হলো। নিষেধাজ্ঞার বিপক্ষে আগামী ১০ দিনের মধ্যে তিনি আপীল করতে পারবেন। নিষেধাজ্ঞার সাথে সাথে রোনাল্ডোকে ৩,৮০৫ ইউরো জরিমানাও করা হয়েছে।
আপীলে ব্যর্থ হলেও বুধবার সুপার কাপের দ্বিতীয় লেগে খেলতে পারবেন না রোনাল্ডো। একইসাথে লা লিগা মৌসুমে দিপোর্তিভো লা করুনা, ভ্যালেন্সিয়া, লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম চারটি ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হবে।
তবে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর মাদ্রিদের চ্যাম্পিয়নস লীগ শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচে রোনাল্ডোকে দলে ফিরে পাবে গ্যালাকটিকোরা। ইতোমধ্যেই রোনাল্ডোর দেয়া দ্বিতীয় হলুদ কার্ডটির বিপক্ষে আপীলের ইঙ্গিত দিয়েছে মাদ্রিদ। এ সম্পর্কে ম্যাচ শেষে মাদ্রিদ বস জিনেদিন জিদান বলেছিলেন, রোনাল্ডোর লাল কার্ড আমাকে চিন্তিত করে তুলেছে। কারন এই ফাউলের বিপরীতে যদি পেনাল্টিই না হয় তবে এই কার্ডটা দেখানো একটু বেশী হয়ে গেছে। দেখা যাক এখন আমরা কি করতে পারি।
ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় হিসেবে খেলতে নেমে মাত্র ২৪ মিনিট মাঠে ছিলেন রোনাল্ডো। তার গোলেই ম্যাচ শেষের ১০ মিনিট আগে মাদ্রিদ ২-১ গোলে এগিয়ে যায়। ঐ গোলের পরেই উদযাপন করতে গিয়ে জার্সি খুলে ফেললে তাকে প্রথম হলুদ কার্ড দেখানো হয়। এর দুই মিনিট পরে তিনি ক্যারিয়ারের ১০ম লাল কার্ড পান।
আরএফইএফ’র আইনানুযায়ী এই ধরনের ঘটনায় কোন খেলোয়াড় চার থেকে বার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।