কক্সবাজার জেলা প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘মোরার’ ধকল কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবার নতুন করে লঘুচাপ সৃষ্টি হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় পর্যটক শূণ্য হয়ে পড়েছে কক্সবাজার। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে সৈকতের বিস্তীর্ণ জলরাশি ।
আবহাওয়াবিদরা মনে করছেন, এটি আরও ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
উল্লেখ্য, গতমাসের শেষদিকে হওয়া ঘূর্ণিঝড় মোরার তা-বে উপকূলীয় জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা নন্ড-ভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে প্রচন্ড ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি গাছ পালা বিধ্বস্ত হয়ে চার জেলায় আটজনের মৃত্যু হয়েছে।