অগ্রসর রিপোর্ট : দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটনের শূন্য আসনে উপ-নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সহকারী সচিব রাজীব আহসান সাংবাদিকদের বলেন, গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরি করেছে ইসি। প্রাথমিকভাবে ২২ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে বলেও তিনি জানান।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বর্তমান ইসি বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন, নারায়ণগঞ্জের পর আর কোনো নির্বাচন তারা করতে চাইছেন না। কিন্তু ৮ ফেব্রুয়ারির মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। আইনি জটিলতা কেটে যাওয়ায় এখন নির্বাচন আয়োজন করতে বাধা নেই। গাইবান্ধা-১ শূন্য আসনের উপ-নির্বাচনও মার্চের মধ্যেই করতে হবে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন।