নিউজিল্যান্ড সিরিজের আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বর্তমানে অস্টেলিয়ায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিতে বিশেষজ্ঞ কোচদের সাথে কাজ করার পাশাপাশি বিগ ব্যাশ লিগের দুইটি দলের সাথে অনুশীলনী ম্যাচও খেলেছেন ক্রিকেটাররা। ১৪ ডিসেম্বর প্রথম ম্যাচটি সিডনি সিক্সার্সের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ উইকেটের জয় পাওয়ার পর গতকাল চ্যাম্পিয়ন দল সিডনি থান্ডারের কাছে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ।
উল্লেখ্য, তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদেরে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে মাশরাফিদের। ২৯ ও ৩১ ডিসেম্বর বাকি দু’টি ওয়ানডে। ৩, ৬ এবং ৮ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী, তানভীর হায়দার, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শুভাগত হোম, সৌম্য সরকার, ইমরুল কায়েস।
স্ট্যান্ড বাই:
নাসির হোসেন, আল-আমিন হোসেন, শাহরিয়ার নাফিস, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দীন বাবু, লিটন কুমার দাস, আব্দুল মজিদ।