স্টাফ রিপোর্টার: নাইজার সরকার দেশে একটি অভ্যুত্থান ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে অনেককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় বেতার ও টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট মাহামাদু ইসুুফু এসব কথা বলেন। তিনি আরো বলেন, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
সামরিক বাহিনীর কমপক্ষে চারজন সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। নাইজার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা স্বীকার করেনি।
নাইজারের স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে বার্ষিক ভাষণে ইসুফু বলেন, ‘সরকার আমাদের প্রতিষ্ঠানগুলো অস্থিতিশীল করার জন্য অভ্যুত্থানের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।’
দারিদ্রপীড়িত সাবেক এ ফরাসি উপনিবেশের বিরোধী দলের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নাইজারের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এসব সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হলো। এ নির্বাচনে ৬৩ বছর বয়সী ইসুফু পুন:নির্বাচিত হতে চান। আগামী ২১ ফেব্রুয়ারি নাইজারে প্রথম দফার এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
প্রেসিডেন্ট বলেন, অভ্যুত্থান প্রচেষ্টার পর দেশের পরিস্থিতি শান্ত ও সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।