স্টাফ রিপোর্টার: টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ শনিবার চলছে আমবয়ান। আগামীকাল রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ২০১৬ সালের বিশ্ব ইজতেমা শেষ হবে।
গত ৮ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা শুরু হয়ে ১০ জানুয়ারি আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। চার দিন বিরতির পর ১৫ জানুয়ারি শুরু হয়েছে দ্বিতীয় পর্বে ইজতেমা। আগামীকাল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হবে।
ইজতেমায় দিন দিন মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০১১ সাল থেকে ২ পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমা মাঠের জিম্মাদার তাবলীগের মুরব্বি গিয়াস উদ্দিন জানান, ইজতেমার ময়দানে মুসল্লিদের স্থান সংকলন না হওয়ায় এ বছর থেকে ৬৪টি জেলাকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। এবছর ইজতেমায় ২ ধাপে দেশের ৩২টি জেলার মুসল্লিগণ অংশ নেয়। বাকি ৩২ জেলার মুসল্লিগণ ২০১৭ সালে ২ ধাপে অংশ নেবে, প্রতিটি জেলার মসল্লি এক বছর পর পর বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন।
যেসব জেলা এ বছর ১০১৬ সালে অংশ গ্রহণ করবে সেসব জেলা ২০১৭ সালে অংশ গ্রহণ করতে পারবে না। সে সব জেলায় জেলায় ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে বিদেশী মুসল্লিগণ প্রতিবছর বিশ্ব ইজতেমায় অংশ গ্রহণ করতে পারবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ এডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ জাহিদ আহসান রাসেল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসল্লিদের সার্বিক বিষয়াদি সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন।
বিশ্ব ইজতেমায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা সংস্থার নজরদারীও বাড়ানো হয়েছে।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।