অগ্রসর রিপোর্ট :জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ১৭ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। টিকার এই চালান আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে তৃতীয়বারের মতো এই টিকা পাঠানো হলো।
এর আগে গত ২৪ জুলাই প্রথম দফায় ২ লাখ ৪৫ হাজার এবং ৩১ জুলাই দ্বিতীয় দফায় অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ টিকা জাপান থেকে দেশে পৌঁছায়।
করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিল জাপান।