আজ শনিবার দুপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
কৃষি জমি নষ্ট করে কারখানা নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, চাষ উপযোগী জমি সংরক্ষণ করতে হবে, পণ্য উৎপাদন বাড়াতে হবে। আর শিল্প কারখানা হবে নির্দিষ্ট জায়গায়। এ জন্য আমরা অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তুলেছি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হবে একটি উন্নত জাতি, যেটা জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন। শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সমবায়ের মাধ্যমে কৃষক জমি ও যন্ত্রের মালিকানা অর্জন করবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিল্পায়নে যেতে হবে। যে অঞ্চলে বেশি কাঁচামাল পাওয়া যাবে সেখানে সেই শিল্প গড়ে তুলব। সে লক্ষ্যে আমরা কাজ করে যাব।
তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা তো বলেছি। মোবাইল, ল্যাপটপ এনে দিয়েছি। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।
দারিদ্র্য বিমোচনে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাইক্রো ক্রেডিটের পরিবর্তে মাইক্রো সেভিংস চালু করা হয়েছে। সরকারের সুষ্ঠু নীতির কারণে ধনী দরিদ্রের ব্যবধান কমেছে। বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।