লোকসভা নির্বাচনের দিন ঘোষণার দিনেই দেশবাসীকে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সময়ে বিজেপি সরকারের বিভিন্ন ঐতিহাসিক সিদ্ধান্তের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। সেখানে ৩৭০ ধারা থেকে শুরু করে জিএসটির কথা উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী লেখেন, ১০ বছর ধরে দেশের মানুষের উন্নতির কথাই তিনি ভেবেছেন। দেশের ১৪০ কোটি মানুষকে নিজের পরিবারের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ দিয়েছেন।
তিনি লেখেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিদ্যুতের সঠিক সরবরাহ, সকলের জন্য রান্নার গ্যাস, আয়ুষ্মান ভারত,কৃষকদের আর্থিক সহায়তা দেশকে অন্য দিকে নিয়ে গিয়েছে। আগামী দিনে বিকশিত ভারতের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী লেখেন, বিকশিত ভারত গড়তে আগামীদিনে তিনি আরও কাজ করবেন। তবে এই কাজে দেশবাসীর সহায়তা দরকার। এস/ভি নিউজ