অগ্রসর রিপোর্ট: জুলাই মাসে দুবাইতে সড়ক দুর্ঘটনায় দুই সৌদি নারীর মৃত্যুর জন্য ভারত ও বাংলাদেশের দুই ব্যক্তিকে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে একটি আদালত। খবর পিটিআই-এর।
দুবাইয়ের একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে। এর মধ্যে ভারতীয় চালককে আনুমানিক প্রায় ৫৭ হাজার টাকা জরিমানা এবং রক্তের মূল্য হিসেবে প্রায় ২৩ লাখ ১০ হাজার টাকা প্রদানের নির্দেশ দিয়েছে। আর বাকি টাকা বাংলাদেশিকে দিতে বলা হয়েছে।
স্থানীয় একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের একটি আদালত ৩ জুলাই দুবাইয়ের আল-বারশা এলাকায় গাড়ি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রক্তের অর্থ প্রদানের জন্য এই দুই ব্যক্তিকে নির্দেশ দিয়েছে।
ন্যাশনাল রিপোর্টে বলা হয়েছে, সংঘর্ষের পরপরই উভয় মহিলার মৃত্যু হয়। দুবাই ট্র্যাফিক কোর্টে বলা হয়েছিল অভিযুক্তরা একজন বাংলাদেশের এবং অন্যজন ভারতের। উভয়েই ৪৮ বছর বয়সী। তারা ঘটনার দিন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল।
ঘটনায় ওই পরিবারের আরও চার সদস্য আহত হয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ‘ওই বাংলাদেশি ব্যক্তি প্রধান সড়কের মাঝখানে তার গাড়ি থামিয়ে উল্টো যেতে শুরু করেন। অন্য একটি গাড়িতে থাকা ভারতীয় ব্যক্তিটি গাড়িটিকে দেখতে না পেয়ে সেটিতে ধাক্কা দেয়। উভয় গাড়িই তৃতীয় একটি গাড়িকে ধাক্কা দেয়, যার ভেতরে এক সৌদি পরিবার ছিল।’