স্টাফ রিপোর্টার: হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টোয়েন্টি২০ সিরিজ থেকে ছিটকে পড়েছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রবিবার খুলনায় দ্বিতীয় টোয়েন্টি২০ ম্যাচে ব্যাটিং করার সময় তিনি পায়ে আঘাত নিয়ে মাঠ ছাড়েন।
মুশফিকের ব্যাপারে বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘স্ক্যান করানোর জন্য সোমবার ঢাকায় যাবে মুশফিক। দুই-তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হতে পারে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে বলা যাবে।