স্টাফ রিপোর্টার: যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। দলটির বিপক্ষে স্বাগতিকদের অভিজ্ঞতাই কাজে দিয়েছে বলে জানিয়েছেন ম্যাচ সেরা নাজমুল হোসাইন শান্ত।
ম্যাচে বাংলাদেশের পক্ষে ৭৩ রান করে ম্যাচ সেরা হয়েছেন শান্ত। ২০১৪ সালের যুব বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাটসম্যান বলেছেন, ‘প্রথমে আমরা কিছুটা নার্ভাস ছিলাম। কারণ দলে কয়েকজন নতুন ক্রিকেটার আছেন। কিন্তু মাঠে আমরা আমাদের সাধারণ খেলাটি খেলার চেষ্টা করেছি। বিশ্বকাপ খেলার ভাবনা নিয়ে খেলিনি।’
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের আগে খেলার অভিজ্ঞতা এ ম্যাচে কাজে লেগেছে। তাদের বোলার ও ব্যাটসম্যানদের শক্তিশালি দিকগুলো আমরা জানতাম। সে অভিজ্ঞতা আমাদের সাহায্য করেছে।’
নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘আমি বাজে বল মারার চেষ্টা করেছি। কারণ আমাদের দুটি উইকেট পরে গিয়েছিল। আমি শট না খেলে সিঙ্গেল খেলার চেষ্টা করেছি। তবে এটি কঠিন ছিল। কারণ উইকেট ছিল ধীর ও তারা ভাল ফিল্ডিং করছিল।’