অগ্রসর রিপোর্ট: থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত ও অপর ৩৩ জন আহত হয়েছে। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় থাইল্যান্ডের নাখোন রাটচাসিমা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দ্বিতল এ বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল। খবর এএফপি’র।
নাম প্রকাশ না করার শর্তে নাখোন রাটচাসিমা প্রদেশের জরুরি চিকিৎসা সেবা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।’
তিনি আরো জানান, আহতদের মধ্যে প্রায় ১০ জনের অবস্থা গুরুতর। নিকটস্থ একটি হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে।
রাটচাসিমা প্রদেশের দুর্যোগ মোকাবেলা বিভাগের প্রধান জানান, বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে নিচের দিকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসটি দুই টুকরো হয়ে যায়।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।