অগ্রসর ডেস্ক : গত শনিবার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ করা হয়েছে টাইগার পেসার তাসকিন আহমেদকে। তাকে নিষিদ্ধ করার ঘটনায় ক্ষুব্ধ দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী।
শুধু বাংলাদেশ নয়! ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বলের রেকর্ডধারী শোয়েব আখতার বলছেন, তাসকিন শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের সম্পদ।
শোয়েব আজ টুইট করেছেন, ‘তাসকিনের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। আশা করি ও দ্রুত আইসিসি থেকে ছাড়পত্র পেয়ে যাবে। কারণ ও ক্রিকেট বিশ্বের জন্যই বড় সম্পদ।’